আমাকে কেউ বলে নাই
মাঝদুপুরের রোদ্রছায়া হারিয়ে গেছে।
অবেলায় এ পথে না যাওয়া, না ঘুরে,
হতাশাবিভোর ধূসরতা নিয়ে যাও কিছুটা
পাওনা ছিলোনা তেমন কিছুই
ছোটখাট আলতো খেয়ালের ভাবনাডানা;
উড়ে যাও,
যেদিকে নির্দেশনা দিয়ে গেছে পথভুলা
তোমার আদলে মানুষের ছায়া
ক্লান্তিযাপনের দিন ভেবে দেখো
কি প্রয়োজন? কেনই বা ভাবতে শিখেছো?
অজস্র আঙ্গুল তাক করে দাঁড়িয়ে থাকতে পারে
মানুষ; তুমি আকাশে উড়ালে দূরে যাও! না থাকুক
এমনই জীবনের অবিন্যস্ত ইচ্ছাঘুড়িরা এলোমেলো
বিক্ষেপনে `./~ আলোরোদ ভেঙ্গে নীলে অনিবাসী।।
No comments:
Post a Comment