দূরে,আমার সুখ কেন তুমি নিয়ে যাও ওরে
অরুণাচল প্রদেশ ছেড়ে আরও বহুদূরে
(তিব্বত পাহাড়ে অত্যন্ত বরফের শীতের গভীরে)
কোনো এক ঈশাণ কোণে ;
স্বপনেরা মিশে ছিল
শুধু নীল আকাশ আর দূর দিগন্ত নিয়ে
তবু তুমি কেন নিয়ে যাও আমার সুখ
আরও দূরে, উত্তরে ।
জরাজীর্ণ শরীর তবু উজ্জ্বল চোখ
কৈশোরের সুখ তুমি যমুনা অথৈ
ভুবন জুড়ে সে তুমি উথাল পাথাল
বৈরি বাতাসে ভেসে গেছো ভিন যুবকের সাথে
সেওত কত কাল হল কত জল গড়িয়েছে তারপর যমুনায়,
আমিও ভেসে গেছি কত দূর তার হিসাব
আমি জানিনা, তবু কেন এই অবেলায়
আমার সুখ তুমি নিয়ে যাও ওরে
অরুণাচল প্রদেশ ছেড়ে আরও বহুদূরে ।
ভাঙ্গাচোরা রেলষ্টেশন, চায়ের পাতার সুঘ্রাণ
কত শব্দ তারপরও কত নিরিবিলি দুই জন
এইসব এখন বহু দূর লাগে,
তোমারি মনে পড়লো এখন
ছোটো নদী, কালজল, শিমুলের লাল
আহা এখন বড্ড অকাল
কতদূর তুমি আর আমি
দখিনা বাতাস কিনেছি এই আমি
অনেক দামে, সাপ্তাহিক হাট হতে
আসল কি নকল দেখি নাই মিলিয়ে কারও সাথে
যখন গিয়েছ চলে ভিন যুবকের সাথে
তবে কেন এই অবেলায় উত্তরী বাতাসে
ভেজাও আমায়, কেন কেনা সুখ তুমি
নিয়ে যাও ওরে
অরুণাচল প্রদেশ ছেড়ে আরও বহুদূরে
কোনো এক ঈশাণ কোণে ।
যা কিছু অপছন্দ ছিল আমার এখন তাই বেশ ভাল লাগে
ভাল লাগেনা, যা অনেক পছন্দ ছিল এক সময় !
No comments:
Post a Comment